অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, নবীদের নামানুসারে নাম রাখা যায়। রাসূল এর জীবদ্দশায় তাঁর উপনামানুসারে উপনাম রাখা নিষেধ ছিল, এখন রাখা যাবে।
"Islamic Names For Girls" মেয়েদের নাম রাখার ব্যাপারেও অনুরূপ ভাল নামের প্রতি লক্ষ্য করা উচিত। যেন নামের অর্থ নাফরমান বা অপবিত্র এবং নিষ্পাপ ইত্যাদি না হয়। রাসূল এক মেয়ের নাম যয়নাব রেখেছিলেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৭৫৬)।
যয়নাব অর্থ মোটাতাজা) তার আগের নাম ছিল বাররাহ অর্থ পূণ্যবতী। এতে প্রতীয়মান হয় যে, নাম খুব সুন্দর অর্থপূর্ণ হওয়া যরূরী নয় বরং অর্থ যেন নিষ্পাপ না বুঝায় বা খারাপ কিছু না বুঝায় সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক। রাসূল অন্য একটা মেয়ের নাম রেখেছিলেন জামীলা
(মুসলিম, মিশকাত হা/৪৭৫৮, বাংলা মিশকাত হা/৪৫৫২)। জামীলা অর্থ সুন্দর। তার আগের নাম ছিল আছিয়া, যার অর্থ নাফরমান। উল্লেখ্য যে, ফেরাউনের স্ত্রীর নাম, আসিয়া ছিল।
নাম দুইটির আরবী অক্ষরে পার্থক্য আছে। ফেরাউনের স্ত্রীর আরবী নাম অর্থ স্তম্ভ বা খুঁটি। আর নিষিদ্ধ আরবী নামটি হচ্ছে অর্থ নাফরমান মহিলা।