টেসলা মডেল প্রাইস স্মার্টফোন হচ্ছে বিখ্যাত টেক জায়ান্ট টেসলা এবং ইলন মাস্কের মস্তিষ্কপ্রসূত আর একটি অত্যাধুনিক প্রযুক্তি যার জন্য গ্রাহকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে | যদিও এই স্মার্টফোনটিকে বাজারে শক্ত অবস্থান প্রতিষ্ঠার জন্য অ্যাপল সহ অন্যান্য স্মার্টফোন কোম্পানি গুলোর সাথে কঠিন প্রতিযোগিতায় নামতে হবে আমাদের আজকের এই তথ্য আমরা অ্যাপল ও টেসলাফোনের মধ্যে খুব সূক্ষ্মভাবে তুলনা করতে যাচ্ছি |
Tesla Pi Phone all information | Tesla Pi Phone Price in Bangladesh
বর্তমান বিশ্বে স্মার্টফোন বাজারে জনপ্রিয় নাম কি ? অ্যাপল
অ্যাপল এখন বর্তমান বিশ্বে স্মার্টফোন বাজারে একটি অত্যন্ত জনপ্রিয় নাম তারা যতই স্মার্টফোন প্রস্তুত করে যাক না কেন গ্রাহকের কাছে তা কখনোই যথেষ্ট নয় | শুধুমাত্র গত বছরে তারা 200 মিলিয়ন আরও বেশিসংখ্যক স্মার্টফোন সারাবিশ্বে বিক্রি করেছে তারা প্রতি বছরেই গ্রাহকদের চাহিদার সাথে তাল মিলিয়ে তাদের ফোন আপডেট করে যাচ্ছে |
তবে তার স্মার্টফোন মার্কেট শীঘ্রই খুব শক্ত এক প্রতিপক্ষের সম্মুখীন হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পিছনে যে নাম টি রয়েছে তার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত আসলে কিছুই নেই হ্যাঁ ইলন মাস্ক খুব দ্রুতই স্মার্টফোন মার্কেটে তার নতুন পণ্য Pi Phone নিয়ে আসছেন | এবং এর পিছনের যতটা প্রয়োজন তার থেকেও বেশি বিনিয়োগ করতে তিনি বদ্ধপরিকর মূলত এ কারণেই স্মার্টফোন বাণিজ্যের সফল হওয়ার জন্য যে সকল ফিচার প্রয়োজন তার চেয়েও অনেক বেশি নিয়ে Pi Phone বাজারে আসতে যাচ্ছে | এই ব্যাপারে কোন ইলন মাস্ক কার্পণ্যতা করছেন না কারণ আমরা জানি যে কোন কাজে সফল হওয়ার জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন এই বিষয়ে যদি আপনার সন্দেহ থেকে থাকে তবে তার পূর্ববর্তী প্রজেক্টগুলোর দিকে একটু নজর দেয়া যাক |
আকর্ষণীয় টেসলার প্রজেক্ট
বর্তমানে তার কোম্পানির টেসলা বিশ্বের সবথেকে বেশি ইলেকট্রিক কার বিক্রি করে থাকে এছাড়াও তার নিজের এবং গ্রাহকের প্রয়োজন মেটাতে অত্যন্ত দ্রুততার সাথে মহাকাশে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করেছে শুধু তাই নয় তারা নাসার সাথে যৌথভাবে মহাকাশে কাজ করে যাচ্ছে | একইভাবে আকর্ষণীয় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে Pi Phone স্মার্টফোনের জন্য একটি সুবিধাজনক দিক রয়েছে ইলন মাস্কের অগণিত ভক্ত রয়েছে যারা আইফোন এবং Pi Phone মনের মধ্যে কোনও তুলনা না করে অন্যান্য পণ্যের মধ্যে Pi Phone কে অসাধারণ করে নিবেন |
অর্থনৈতিক কারণ এই টেসলা কে বিক্রি করে দিতে চেয়েছিলেন ইলন মাস্ক
সে তথ্যটি অনেকেই জানেন | কিন্তু সেই সময়ে ইলন মাস্ক এ বিষয়ে কথা বলার জন্য অ্যাপল সিইও টিম কুক এর সাথে দেখা করতে পারেননি | তবে এখন টেসলা সেই বিপর্যয় কাটিয়ে উঠে বিশ্বব্যাপী তাদের ব্যবসাকে প্রসারিত করেছে |এখন প্রশ্ন হল টেসলা Pi Phone কিভাবে আইফোনের মার্কেটে নিজেদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করবে |
এই Pi Phone কিভাবে প্রস্তুত করা হবে - How to prepare Tesla Pi Phone
এ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং টেস্টিং চালায় এরপর উৎপাদনের জন্য বাইরের দেশের নির্মাতাদের সাথে চুক্তিতে আসে সারাবিশ্বে তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো তাদের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্যামেরা লেন্স, চিপ, ডিসপ্লে সহ সবকিছু প্রস্তুত করে থাকে এমনকি আইফোনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্যামসাং পর্যন্ত আইফোনের জন্য ব্যাটারি তৈরি করেছে | আইফোনের এক্সেলেরোমিটার জার্মানিতে সুইজারল্যান্ডে এবং তাদের ফোনের অ্যাসেম্বলি পর্যন্ত বাইরের কোম্পানি করে থাকে | তবে সর্বদা তাদের পণ্য নিজেরাই করে থাকে আর এই ধারা বজায় রাখতে চাইলে তাদেরকে নিজস্ব অ্যাসিস্ট তৈরি করতে হবে | তবে এর জন্য তৈরি করা প্লান্ট সাধারণ প্লান্ট থেকে অনেকটাই আলাদা | এই কারণে টেসলা তাদের ফোন তৈরীর জন্য বাইরের কোম্পানিগুলোর সাথে যুক্তিতে আসতে পারে এ সম্পর্কে এই পর্যন্ত সকল তথ্য পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে |
iPhone and Pi Phone Comparison of phone camera - আইফোন এবং টেসলা মোবাইল ফোনের ক্যামেরার তুলনা:
প্রযুক্তিগত ফোনের ক্যামেরায় একি রকম আইফোন এর সর্বশেষ মডেল আইফোন 13 pro max তিনটি ক্যামেরা লেন্স আছে | আই ফোনের সাহায্যে উচ্চ কুয়ালিটির সম্পন্ন ছবি তোলা সম্ভব কিন্তু তাদের ফোনের ক্যামেরা এর থেকেও ভালো ছবি তুলতে সক্ষম হবে | তাদের মতে Pi Phone ক্যামেরা দিয়ে আপনি অতিরিক্ত কোন গাছ এবং এক্সপোজার ছাড়াই আকাশের একদম পরিষ্কার ছবি তুলতে পারবেন | এছাড়াও ছবি তোলা এবং ভিডিও ধারণের জন্য এই ফোনের আলাদা আলাদা লেন্স কাজ করবেন | আইফোন তাদের জন্য বিখ্যাত আর এই ডিজাইন কে তাদের ফোনকে জনপ্রিয় করে তুলেছে | আইফোনের এই নজ ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং অন্যান্য সেন্সর কে আলাদা করে রাখে | অন্যদিকে অন্যান্য ফোন নির্মাতা আলাদা সব ডিভাইস ব্যবহার করে এলে এবং অ্যাপল দিন দিন তার নচ ডিসপ্লে কে আরও নিখুঁত করে তোলে তবে অনেকেই এর ডিসপ্লে পছন্দ করেন না | কারণ এর কারণে ডিসপ্লের কিছুটা জায়গা নষ্ট হয় এবং ফোনের ডিজাইন কে নষ্ট করে ফেলে |
অন্যদিকে Pi Phone ফোনে কোন রকম নজ থাকবে না ফোনের ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লে সাথে ইন্টিগ্রেটেড থাকবে এবং শুধুমাত্র প্রয়োজনের সময় এটি দৃশ্যমান হবে এছাড়াও এই ফোনের ডিসপ্লে নিচে ফিঙ্গারপ্রিন্ট লক থাকবে | যা এখনো আইফোনে যুক্ত করা হয়নি আই ফোনের পিছনের দিকে লোগো সম্বলিত স্মার্ট গ্লাস কভার থাকে এই কারণে আপনার পছন্দমত ব্যাক কভার ব্যবহার করা খুবই জরুরি অন্যদিকে Pi Phone পেছনে টেসলা লোগো লাগানো থাকবে তবে এই ফোনের পিছনের বিশেষ প্রযুক্তি থাকায় সূর্যালোকে নিজের রং বদলাতে পারবে |
Pi Phone Charging facility - টেসলা পি ফোনের চার্জিং সুবিধা
একই সাথে Pi Phone পোর্টের মাধ্যমে এবং ওয়ারলেস চার্জিং এর সুবিধা থাকবে তবে এর চার্জিং অন্যান্য ফোনের তুলনায় কতটা দ্রুত গতির হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে আইফোন এর ওয়ারলেস চার্জিং এর সুবিধা না থাকলেও এতে সোলার চার্জিং এর সুবিধা রয়েছে তবে টেসলা ইতোমধ্যে সোলার চার্জিং সংক্রান্ত প্রযুক্তির থাকায় Pi Phone শেষমেষ এই সুবিধা যুক্ত করা যেতে পারে |
অ্যাপেল প্রতি বছরে তাদের প্রসেসরকে উল্লেখযোগ্য হারে যাচ্ছে তবে শেষ কয়েক বছরে এই ক্ষেত্রে তারা খুব বড় পরিবর্তন নিয়ে আসতে পারছিল না কিন্তু আইফোন এর সর্বশেষ মডেলের সর্বাধুনিক বায়োনিক চিপ ব্যবহার করেছে যদিও তারা এই প্রসেসর কোনো তথ্য বিশদভাবে এখনো প্রকাশ করেনি কিন্তু প্রসেসর খুবই শক্তিশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই ফোন ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর মত খুব সহজে সম্পাদন করতে পারে তবে Pi Phone সম্ভবত এ দিক থেকেও আইফোন কে ছাড়িয়ে যাবে |
ইলন মাস্ক মঙ্গলে কলোনি স্থাপন ও মাস্ক নামে একটি মুদ্রা প্রবর্তন - Elon Musk Establishment of a colony on Mars & Elon Musk A coin called
ইলন মাস্ক স্বপ্ন দেখছেন যে তিনি যখন মঙ্গলে কলোনি স্থাপন করতে সক্ষম হবেন সেই সময় কলোনি সেখানে ব্যবহার করতে পারবেন মঙ্গল গ্রহে বসতি স্থাপনের পর সেখানকার অধিবাসীদের জন্য মুদ্রা প্রয়োজন পড়বে তাই ইলন মাস্ক এখনই মাস্ক নামে একটি মুদ্রা প্রবর্তন করেছেন এবং টেসলা Pi Phone মাক্স কয়েন কে মাইনিংকরতে পারবে আপনি মঙ্গল গ্রহে থাকেন কিংবা পৃথিবীতে Pi Phone সব জায়গাতেই আপনার ওয়ালেট হিসেবে কাজ করতে পারবে এবং এর সাহায্যে সব ধরনের বিল দিতে পারবেন | শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি এর কারণেই টেসলা Pi Phone শক্তিশালী প্রসেসর এর প্রয়োজন পড়বে তা কিন্তু নয় এই ফোনটিতে মাস্কের বিশেষ নিউরোলিন প্রযুক্তি থাকবে যা মানুষের মস্তিষ্ক থেকে বিভিন্ন সিগন্যাল গ্রহণ করে তা থেকে তথ্য বিশ্লেষণ করতে পারবে এর মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্য ও বিভিন্ন কার্যকলাপ হর্মনাল পর্যবেক্ষণে রাখা সম্ভব হবে |
আইফোন 13 তে স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা
শোনা গিয়েছিল যে আইফোন 13 তে স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা থাকবে কিন্তু বাস্তবে ঘটে নেই |
Pi Phone Smartphone স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি
Pi Phone - Tesla Smartphone Sterlink Satellite internet Technology
অন্যদিকে Pi Phone টেসলা স্টারলিং স্যাটেলাইট এর সাথে যুক্ত হবার মাধ্যমে গ্রাহকদের খুব দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দিতে সক্ষম হবে যদিও তার স্টারলিকের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে তারপরেও অনেক গ্রাহক তাদের এই প্রযুক্তি নিয়ে খুবই আগ্রহী আশা করা যাচ্ছে যে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা খুবই দ্রুত কার্যকর হবে এবং এই সেবার মাধ্যমে আরও অনেক গ্রাহক উপকৃত হবেন উল্লেখযোগ্য যে স্টারলিং তাদের স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন টেলি সেবা দিতে যাচ্ছে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি তবে সেটির যাই হোক না কেন এই Pi Phone সেবা থেকে সবার আগে উপকৃত হবে এটি সম্পূর্ণভাবে নিশ্চিত |
আইফোনের অপারেটিং সিস্টেমের মাধ্যমে টেসলা কারের মালিক টেসলা ফিচার বঞ্চিত
অনেক টেসলা কারের মালিক তাদের আইফোন এর সাহায্যে তাদের গাড়িটিকে নিয়ন্ত্রণ করতেন কিন্তু আইফোনের অপারেটিং সিস্টেমের টেসলা কোনো নিয়ন্ত্রণ না থাকায় টেসলা অনেক ফিচার এর মাধ্যমে উপভোগ করা যেতো না তবে টেসলা Pi Phone সাহায্যে সকল ফিচার সম্পূর্ণ রূপে ব্যবহার করা সম্ভব হবে অ্যাপল বহু বছর ধরেই নতুন নতুন মডেলের আইফোন বাজারে নিয়ে আসছে অন্যদিকে স্মার্টফোনের বাজারে টেসলা একদমই নতুন তাদেরকে এখনো তাদের পণ্যের ডিজাইন এবং ফিচার চূড়ান্ত করতে হবে কিন্তু মনে হয় না এর জন্য ইলন মাস্ক আজকের খুব একটা সময়ের প্রয়োজন হবে আপনাদের কি মনে হয় Pi Phone স্মার্টফোনের বাজারে আইফোনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে কমেন্ট করে আমাদেরকে জানান |