দেশব্যাপী ভোটার তালিকা ২০ মে | Voter List 20 May2022

দেশব্যাপী ভোটার তালিকা ২০ মে -Voter List 20 May2022-ভোটার তথ্য সংশোধন 2022-ভোটার আইডি কার্ডে-ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০ মে-ভোটার তথ্য হালনাগাদ Bangladesh voter list2022

দেশব্যাপী ভোটার তালিকা ২০ মে | Voter List 20 May2022
দেশব্যাপী ভোটার তালিকা ২০ মে | Voter List 20 May2022

দেশব্যাপী ভোটার তালিকা ২০ মে থেকে শুরু | Voter List 20 May2022

এবার কিন্তু ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ এর কার্যক্রম | তো এই ভোটার তথ্য হালনাগাদ এর কার্যক্রম এর ভিতরে আপনাদেরকে বেশকিছু সর্তকতা অবলম্বন করতে হবে | কিংবা যারা দেশের বাইরে রয়েছেন এখনো পর্যন্ত ভোটার হননি | বাংলাদেশের এসেই এবার নতুন ভোটার হয়েছেন | তাদের প্রত্যেকেরই এই বিষয়ে ধারণা রাখা উচিত | তা না হলে কিন্তু অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন |


আপনারা সবাই কম বেশি জানেন আগামী ২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে | বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটা কিন্তু ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে | তো এই ক্ষেত্রে আপনাদের ভিতর যারা আগে ভোটার তালিকা হতে বাদ পড়েছেন | তাদেরকে নিবন্ধন করা হবে এই ভোটার তালিকা কার্যক্রমের মাধ্যমে | এবং যারা এ বছর নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের কেউ কিন্তু এই ভোটার তালিকা কার্যক্রমের মাধ্যমে নিবন্ধন করা হবে | তো এই ক্ষেত্রে ভোটার তালিকায় নাম দেওয়ার আগে আপনাদের কিছু বিষয় সতর্ক হতে হবে |



প্রথমত হল যাদের সার্টিফিকেট আছে তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে, আপনার সার্টিফিকেট এর সাথে যেন আপনার যে ভোটার তথ্য গুলো দিচ্ছেন কার সাথে যেন মিল থাকে | তার কারণ আপনি যদি আপনার সার্টিফিকেট এর সাথে মিল না রেখে ভোটার আইডি কার্ড করেন বা জাতীয় পরিচয় পত্র করেন | পরবর্তীতে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলার শিকার হতে হবে |


তো এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনার সার্টিফিকেট এর সাথে যেন ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের সাথে সকল তথ্যর মিল থাকে | আপনাদের ভেতরে এমন অনেকেই রয়েছেন যে সার্টিফিকেট এর ভেতরে বাবা মায়ের নাম একটা  ভোটার আইডি কার্ড বা বাবা-মার জাতীয় পরিচয় পত্রের ভেতরে নাম আরেকটা | এই ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন | এই ক্ষেত্রে আপনার তথ্য সংগ্রহকারী সঙ্গে পরামর্শ করবেন | যে আমার এই সমস্যা টি রয়েছে এই সমস্যাটির কারণে এখন আমি কি করতে পারি | তার কারণ এখন আপনার সার্টিফিকেটে যে নাম রয়েছে বাবা-মায়ের সে নাম দিয়ে যদি জাতীয় পরিচয় পত্র করেন পরবর্তীতে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম চেঞ্জ করতে হবে | আপনার সার্টিফিকেটটি ঠিক রাখতে হবে অথবা আপনার বাবা মায়ের নামজাতীয় পরিচয় পত্র থেকে সংশোধন করতে হবে | এই দুইটা কাজই কিন্তু অনেক কঠিন হয়ে যাবে |



এই ক্ষেত্রে আমার মনে হয় আপনার একটা কাজ করতে পারেন | সেটা হলো তথ্য সংগ্রহকারী এর কাছে আপনারা বলতে পারেন যে আমার বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের যে নাম রয়েছে | সেই নামটি আপনি ফরম এর ভেতর উঠিয়ে নিয়ে যান | পরবর্তীতে আমি আমার সাকিবের একটি সংশোধন করেন নিয়ে নেব | তারমানে শুধুমাত্র সার্টিফিকেট এর ভিতর নাম সংশোধন করলেই আপনার কাজ হয়ে যাচ্ছে |



বর্তমান ভোটার তালিকা থেকে ভোটার তথ্য সংশোধন করা কিন্তু অনেক কঠিন একটা কাজ | তবে বিষয়টি আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন | তো এর পরও যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তথ্য সংগ্রহকারী কাছে আপনার তথ্য দিবেন না | আপনার সার্টিফিকেট সংশোধন করে আপনি তথ্য সংগ্রহকারী কাছে আপনার তথ্য দিবেন বা নতুন করে ভোটারের জন্য আবেদন করবেন | তো আপনাদের ভেতরে অনেকেই রয়েছেন যাদের সার্টিফিকেট নেই | কিন্তু জন্ম নিবন্ধন কার্ড রয়েছে | এই ক্ষেত্রে অনেকেরই দেখা যায়, জন্ম নিবন্ধনের কার্ড এর ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের ভুল রয়েছে | আপনার কাছে যে জন্ম নিবন্ধনের কার্ডটি রয়েছে সেটা অনলাইনে আছে কিনা | আর যদি অনলাইনে থাকে সেটা অনলাইনে সার্চ করে দেখুন নিন | আপনার নামের তথ্য আপনার বাবা-মায়ের নামের তথ্য সঠিক রয়েছে কিনা | যদি আপনার নামের তথ্য আপনার বাবা-মায়ের নামের তথ্য সঠিক থাকে তাহলে শুধুমাত্র সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনি ভোটার তথ্য সংগ্রহকারী কাছে তথ্যটি উপস্থাপন করুন | অথবা যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড এর ভেতরে কোন ভুল থাকে | সেটা দ্রুত আপনি সংশোধন করে নিন | এবং সংশোধন করার পরে তথ্য সংগ্রহকারী কাছে আপনার তথ্য দিন | তার কারণ একবার জাতীয় পরিচয় পত্র হয়ে গেলে সেটার তথ্য সংশোধন করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় |



এবার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই সেটা হচ্ছে আমাদের ভেতরে অনেকেই প্রবাসী রয়েছে | প্রবাসী ভাইয়েরা যখন দেশে বাহিরে গেছেন অনেকেই রয়েছেন | আমি নিজে দেখেছি আগের যে এনালগ যে সার্টিফিকেটা রয়েছিল জন্ম নিবন্ধন কার্ড টা রয়েছিল | তারমানে হাতে লেখা যে জন্ম সনদ টির হয়েছিল সেই হাতের লেখা জন্ম সনদ দিয়ে নিজের বয়স বাড়িয়ে পাসপোর্ট করেছেন | এবং বর্তমানে আপনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পরে আপনাদের ভেতরে অনেকেই এমন কাজ করেছেন | যে আপনার যে সঠিক জন্ম সাল রয়েছে সেই সঠিক জন্ম সাল দিয়ে জাতীয় পরিচয় পত্র করেছেন | এখন আপনার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে | এখন আপনি যখন পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছেন তখন আপনার সার্টিফিকেট এর সাথে এবং আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে পাসপোর্ট এর সাথে কোন মিল নেই | যার কারণে কিন্তু আপনি আপনার পাসপোর্ট রিনিউ করতে পারতেছেন না | এখনো অনেকেই এই ঝামেলার কারণে কিন্তু দেশের বাহিরে যেতে পারতেছেন না |



আবার অনেকেই রয়েছে পাসপোর্ট সংশোধন করতে পারতেছে বিভিন্ন ঝামেলা করে | পাসপোর্ট সংশোধন করার পরেও পাসপোর্ট পাসপোর্ট নিয়ে যখন দেশের বাহিরে যাবেন সেই দেশের যে ইমিগ্রেশন রয়েছে সেই ইমিগ্রেশন থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে | সুতরাং পাসপোর্ট এর তথ্য কিন্তু সংশোধন করার চেষ্টা ভুলেও করা যাবে না | পাসপোর্ট এর তথ্য সংশোধন করতে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন |



এই ক্ষেত্রে আপনাদেরকে যে সাজেশনটি আমি দেবো যে যারা প্রবাসে রয়েছেন এবং ভবিষ্যতে ও প্রবাসে যেতে চান তারা অবশ্যই নিজের পাসপোর্ট এর সাথে মিল রেখে ভোটার তালিকায় নাম দেবেন | নিজের পাসপোর্ট এর সাথে সকল তথ্য মিল রেখে আপনি ভোটার তালিকার ভেতরে আপনি নামটা দিবেন | যদি পাসপোর্ট এর সাথে আপনার জন্ম নিবন্ধন কার্ড এর মিল না থাকে | তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার জন্ম নিবন্ধন কার্ড টি সংশোধন করে নিন | তার কারণ পাসপোর্ট তথ্য সংশোধন করলে এখন অনেক বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে এবং অনেক বড় ধরনের সমস্যায় পড়তেছেন অনেকেই |


সুতরাং যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে | আপনি যদি তার হতে চান বা এ বছরের যদি নতুন ভোটার হতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট কে প্রাধান্য দেবেন | আপনার পাসপোর্ট এর সাথে আপনার তথ্য মিল রেখে জাতীয় পরিচয় পত্র করার জন্য তথ্য সংগ্রহকারী কাছে আপনার তথ্য দেবেন | এই যে বিষয় গুলোর কথা বললাম আমার মনে হয় প্রত্যেকটি তথ্যই খুবই গুরুত্বপূর্ণ | এছাড়াও যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন | আর এই পোস্টে টি আপনার জনস্বার্থে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন | তার কারণ এই বিষয়টি প্রত্যেকেরই জানা দরকার |

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.