মোবাইল সঠিকভাবে চার্জ দেওয়ার নিয়ম
মোবাইল সঠিকভাবে চার্জ দেওয়ার নিয়ম |
Number:1 স্মার্টফোনের ব্যাটারি চার্জের সময় আমরা সবচেয়ে যেটা ভুল করে থাকি সেটা হলো| আমরা রাতে চার্জে লাগিয়ে রাখি এবং সকালবেলা চার্জ থেকে খুলি| এতে করে দেখা যায় আমাদের স্মার্টফোনটি প্রায় 8 থেকে 9 ঘণ্টা চার্জিং এর সাথে যুক্ত থাকে| এই সময় চার্জার ফোনের উপর প্রেসার ক্রিয়েট করতে থাকে চার্জ দেওয়ার জন্য আর সেটা সরাসরি প্রভাব ফেলে ব্যাটারীতে, যার কারণে ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে| তার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে যখন আমাদের ফোন ফুল চার্জ কমপ্লিট হবে তাৎক্ষণিকভাবে চার্জিং লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে অর্থাৎ চার্জ থেকে মোবাইলটি খুলে ফেলতে হবে |
Number:2 আপনার ব্যাটারি ভালো রাখার জন্য চার্জিং 20%--80% রাখা উচিত !
এটা মূলত একটা চোরাই টিপস বলতে পারেন, যদি বলি কেন এটা চোরাই টিপস: যদি আপনি ব্যাটারির চার্জ 20% এর নিচে আনেন তাহলে আপনার ব্যাটারি কর্মক্ষমতা অনেকটা কমতে শুরু করবে| আর যদি আপনি80% এর উপরে নিয়ে যান তাহলে এখানে একটা কথা আছে সেটা হল ব্যাটারীতে একটি ছোট্ট চিপস ব্যবহার করা হয় যার ভিতর প্রোগ্রাম করা থাকে যে একটি ব্যাটারি কত বার ফুল চার্জ করা যাবে | ব্যাটারি কোম্পানির সাধারণ যেভাবে হিসাব করে সেটা হল একটি ব্যাটারি 80 পার্সেন্ট এর উপরে গেলে একবার চার্জ হয় সেইভাবে একটা নির্দিষ্ট মাপ দেয়া থাকে| যার কারণে সেই নির্দিষ্ট মাপ টি অতিক্রম করলে ব্যাটারির ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলে| এটা যদি মোবাইল কোম্পানিরা না করে তাহলে তো তাদের ব্যবসা চলবে না, এটা থেকে বাঁচতে আমাদের যেটা করতে হবে সব সময়20%--80% এরমধ্য চার্চ রাখতে হবে, তবে আপনারা যখন নতুন ফোন কিনবেন তখন অবশ্যই 100% চার্জ দিবেন" এমনকি প্রতি মাসে মাসে 100% চার্জ দিবেন যদি আপনারা এমনটা করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ব্যাটারি যেরকমটা অর্থাৎ যতদিন ব্যবহার করতেন তার থেকে আরো অনেক দিন বেশি ব্যবহার করতে পারবেন|
Number:3 স্মার্ট ফোন চার্জিং এর সময় সচরাচর আরো একটি কমন ভুল করে থাকি আমরা সেটা হল যার যেখানে চার্জার পাই সেখানে চার্জিংয়ে লাগিয়ে দেই| আসলে এটা করা ঠিক না কেননা যদি আপনার ফোনটি 18w চার্জার দিয়ে চার্জ দেওয়ার ক্ষমতা রাখে সেখানে যদি আপনি|32w এর চার্জার দিয়ে চার্জ দেন তাহলে সে চার্জারটি আপনার ফোনকে প্রতিনিয়ত প্রেসার দিতে থাকবে এতে করে দেখা যাবে যে আপনার ফোনটি যেটি কিনা এক ঘন্টা কিংবা এক ঘণ্টা 20 মিনিটে চার্জ হত| সেটি মাত্র 30 থেকে 35 মিনিটে চার্জ হবে তাহলে বুঝতেই পারছেন কত প্রেসার ক্রিয়েট করার কারণে আপনার ফোনটি দ্রুত চাঁদ উঠেছে এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন কখনোই অন্য কারো চার্জার দিয়ে ফোন চার্জ দিবেন না| এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমার ফোন তো18w চার্জার দিয়ে চার্জ হয় আমি যদি অন্য কারো18w চার্জার দিয়ে চার্জ দেই তাহলে তো সমস্যার কোন কারণ হতে পারে না| এক্ষেত্রে আমি বলব আপনি হয়তো জানেন যে আপনার ফোনের ইনপুট এবং আউটপুট বিবেচনা করে মোবাইল কোম্পানি আপনার ফোনে একটি অরজিনাল চার্জার দিয়েছ অন্য কারো যদি চারজন নেন সেটি হয়তো হয়তো আপনার ফোনের ব্যাটারির সঙ্গে ম্যাচ করবে না এতে করে আপনার ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে| তাই আমি সাজেস্ট করো যতটা সম্ভব পারেন অন্য চার্জার দিয়ে নিজের ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন|
Number:4 জরুরী কাজের সময় আমরা অনেকেই পাওয়ার ব্যাং ব্যবহার করে থাকি| সব সময় যদি আপনার স্মার্টফোন চার্জিং এর জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করেন, তাহলে আপনার ব্যাটারি দুর্বল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়| কেননা আপনার ফোনে যে ইনপুট-আউটপুট সিস্টেম রয়েছে সেটার সাথে কিন্তু আপনার পাওয়ার ব্যাংক এর ইনপুট আউটপুট এক হবে না| যার কারণে ব্যাটারির ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলবে আর আমরা হয়তো অনেকেই জানি যে পাওয়ার ব্যাংক চার্জিং ক্ষমতা অনেকটাই কম থাকে যার কারণে পাওয়ার ব্যাংক খুব আস্তে আস্তে ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে এতে করে ব্যাটারি দুর্বল হওয়ার চান্স বেড়ে যায়| তাই আমরা সবসময় চেষ্টা করব পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ না দেয়ার জন্য|
Number:5 আরও একটা ভুল আমরা করে থাকি সেটা হলো | ফোন চার্জে লাগিয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার করে থাকি| আপনারা সবাই অবগত আছেন যে যখন আমরা মোবাইল সাধারণ ভাবে ব্যবহার করি তখন এমনিতেই অনেক গরম হয় যদি আপনি তার সঙ্গে অন্য কাজ করেন বা চার্জে লাগিয়ে কাজ করেন তাহলে ফোন এর উপরে অনেক প্রেশার তৈরি হয় এই প্রেসার সরাসরি ব্যাটারি তে গিয়ে প্রভাব ফেলে| ব্যাটারি অনেকটা গরম হয়ে যায় যার কারণে খুব তাড়াতাড়ি আমাদের ব্যাটারি ফুলে ওঠে| এখানে আরেকটা কথা আছে আমরা যখন মোবাইল ফোন চার্জ দিব তখন অবশ্যই আমাদের যে ব্যাক কভার থাকে সেটি খুলে চার্জ দিব এতে করে আমাদের যেটা হবে ফোন যদি চার্জ থাকা অবস্থায় গরম হয় তা বেরিয়ে যেতে পারবে এতে করে ব্যাটারি অনেকটাই ভালো থাকবে|